শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাইপাস সড়কের পাশের লেকে খুঁটিতে বাঁধা রয়েছে ভাসমান রেস্টুরেন্টটি। নাম রাখা হয়েছে ‘সম্পা মেরিয়ট বার-বি-কিউ অ্যান্ড ক্যাফেটেরিয়া জলস্বপ্ন’। গ্রামীণ আবহে রেস্টুরেন্টটি তৈরি করতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা।
সরেজমিনে জানা যায়, শরীয়তপুর শহর থেকে আঙ্গারিয়া বাইপাস সড়কের ডানপাশের একটি লেকে আলোকসজ্জায় ঘেরা ভাসমান রেস্টুরেন্ট ‘জলস্বপ্ন’। বাঁশ ও কাঠের তৈরি ঝুলন্ত সিঁড়ি দিয়ে রেস্টুরেন্টের ভেতরে মনে হবে অন্য জগৎ। সিঁড়ির দু’পাশে সারি সারি গাছের চারা। ভেতরে ঢুকলে নৌকার মতো দোলে। কেউ হাঁটলে হেলেদুলে ওঠে। বামে একটি কিচেন। ডানে দুটি কাপল কেবিন। শেষ মাথায় কনফারেন্স রুম। মাঝখানে ছোট একটি গলি।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/feature/article/523969